মনসুন মেলোডি বা হৃদমাঝারে ছবির পরিচালক রজত সাহার আগামী ছবি “পরজীবী” মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। গতকাল তার পোস্টার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল। হাতে আঁকা পোস্টারে দেখা যাচ্ছে এক অন্ধকার ঘেরা দূষিত শহরের মধ্যে প্রবেশ করছে একটা পরিবার। পরিচালকের কোথায় পরজীবী একটা পরিবারের গল্প। যদিও এর বেশি পরিচালক এখনই বলতে নারাজ। ছবিটি মুক্তি পাবে “কে এস এস দ্যা অরিজিনালস” ইউটিউব চ্যানেল থেকে। ছবিতে অভিনয় করছেন পৃথিরাজ চৌধুরী, ফিরোজ শাহ, রূপ দে প্রমুখ। ছবিতে আবহ সঙ্গীত দিয়েছেন শ্রীমান সুনীত। ছবিটির চিত্রগ্রহণ করেছেন অনিমেষ চক্রবর্ত্তী। ছবিটির পোস্টার ডিজাইন করেছেন শ্রীতমা রক্ষিত।
ছবিটির মুক্তির তারিখ ও ট্রেলার খুব শিগগিরই প্রকাশ করা হবে।
তনয়া ঘোষ।















মন্তব্য করুন
মন্তব্য দেখুন